ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়।
urgentPhoto
এর আগে ‘ক’ ইউনিটের জাল প্রশ্ন বিক্রির অভিযোগে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তাঁদের কাছ থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও কয়েকটি জাল প্রশ্ন উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসীর ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, জাল প্রশ্ন বিক্রির খবর পেয়ে ডিবির একটি দল গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় টাকার বিনিময়ে ‘ক’ ইউনিটের প্রশ্ন বিক্রির জন্য ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, আজকের পরীক্ষা বেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ একজনকে আটক করা হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘প্রশ্ন ফাঁসের অভিযোগে গতকাল রাত ৯টায় ফার্মগেট থেকে একজনকে আটক করি। পরে তাঁকে ডিবি পুলিশের হাতে তুলে দিই। ডিবি তাঁর কাছ থেকে তথ্য নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আরো ১১ জনকে আটক করে। তাদের একজনের মোবাইলে কয়েকটি প্রশ্ন পাওয়া গেছে। পরে আমি প্রশ্নগুলো মিলিয়ে দেখি। কিন্তু একটি প্রশ্নও মেলেনি।’
এদিকে, আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৭৬টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এই ইউনিটে এক হাজার ৬৬০টি আসনের জন্য ৭১ হাজার ৩৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।