ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ২ বছর সাজা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক পরীক্ষার্থীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে ভর্তি পরীক্ষা চলাকালে রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাঁকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, দণ্ড পাওয়া শিক্ষার্থীর নাম হাসিবুর রহমান শামু। পরীক্ষার সময় তিনি ক্ষুদ্র ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করছিলেন। পরে তাঁকে আটক করা হলে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালিয়াতচক্রের ১২ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস এবং কয়েকটি জাল প্রশ্ন উদ্ধার করা হয়।