মেহেরপুরে জেলা যুবলীগের কর্মনির্ধারণী সভা

৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে কর্মনির্ধারণী সভা করেছে জেলা যুবলীগ। আজ শনিবার দুপুর ১২টার দিকে কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহ্ফুজুর রহমান রিটন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম পেরেশান। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো আন্দোলন সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করে। আগামীতে বিরোধী দলের যে কোনো আন্দোলন মোকাবিলা করতে যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এক হয়ে কাজ করবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এ অনুষ্ঠানে সবার উপস্থিতি।
সভায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।