নীলফামারীতে জাপার দুই পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

নীলফামারীতে জাতীয় পার্টির (এরশাদ) দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হয়। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আজ শনিবার বিকেল ৪টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী বুলুর সমর্থকদের সঙ্গে সাজ্জাদ পারভেজের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
এ সময় সেখানে জাতীয় পার্টির নেতা ও হুইপ আলহাজ শওকত চৌধুরী উপস্থিত ছিলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে কার্যালয়ে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ শওকত চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।