জমি অধিগ্রহণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/01/photo-1446375498.jpg)
জমি অধিগ্রহণের প্রতিবাদে আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি : এনটিভি
জমি অধিগ্রহণের প্রতিবাদে আজ রোববার দুপুরে কয়েকশ কৃষক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
বিজিবির ক্যাম্প স্থাপনের জন্য সদর উপজেলার সুলতানপুর যুব উন্নয়ন অফিসের দক্ষিণ পাশের বসতবাড়ি ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে ওই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় কৃষকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিজিবির ক্যাম্প করার জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে এতে বসতবাড়ি ও কৃষকদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। ফলে ওই এলাকার কৃষকরা মাঠে চাষাবাদ করতে যেতে পারবে না। এতে চাষাবাদের কার্যক্রম ব্যাহত হবে বলে তাদের অভিযোগ। তাঁরা অনতিবিলম্বে ভূমি অধিগ্রহণ প্রস্তাব বাতিলের দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।