রাবি প্রেসক্লাবের সভাপতি ফাহিম, তৌহিদ সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বুলবুল আহমাদ ফাহিম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের তাসলিমুল আলম তৌহিদ।
আজ রোববার বিকালে ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি-১ জহুরুল ইসলাম মুন, সহসভাপতি-২ গোলাম রসুল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রিজওয়ান রক্তিম, কোষাধ্যক্ষ আমানুল্লাহ আবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক হোসাইন টুটুল, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আল-আমীন হোসেন আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম নাঈম এবং কার্যনির্বাহী সদস্য-১ নুর আলম তপু, কার্যনির্বাহী সদস্য-২ সাইফুল্লাহ খালিদ, কার্যনির্বাহী সদস্য-৩ রকিবুল ইসলাম তৌকির।
নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক হাছানাত আলী, বিদায়ী সভাপতি সাইফুল্লাহ সাইফ, সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম নীরব প্রমুখ।