ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল কুদ্দুস মাখন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন প্রথম বিভাগ জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এ্র্র্র্যাসোসিয়শন আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এড. মোঃ ইউসুফ কবির ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধূরী মন্টু।
খোলায় বিল কেন্দুয়াই একাদশকে ৪-৩ গোলে হারিয়ে দক্ষিন মৌড়াইল তানভীর স্মৃতি সংঘ বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।