বিচারহীনতার সংস্কৃতিতে সন্ত্রাস বাড়ছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/03/photo-1446547999.jpg)
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ সন্ত্রাস বাড়ছে। সমাজে সম্প্রীতি না থাকার কারণেই গণতন্ত্র ও সুশাসন নেই।
আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহাবুবুল হুদা সম্মেলন কক্ষে হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ‘সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এসব কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শিষ্টাচার ও সহনশীলতার অভাব প্রকট। এর ফলে একে অপরকে তারা নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।
সুজন জেলা সম্পাদক এ কে এম শিবলীর সঞ্চালনা ও জেলা সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, জেলা বিএনপির সহসভাপতি জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, হাঙ্গার প্রজেক্টের ব্রাহ্মণবাড়িয়ার পিস প্রেসার গ্রুপের অ্যাম্বাসাডর গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।