অপহরণ মামলায় পুলিশ সদস্যের ১৪ বছর কারাদণ্ড

গৃহবধূকে অপহরণ ও নির্যাতনের মামলায় খুলনা মহানগর পুলিশের কনস্টেবলকে ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান। ছবি : এনটিভি
গৃহবধূকে অপহরণ ও নির্যাতনের মামলায় খুলনা মহানগর পুলিশের কনস্টেবল মিরাজ উদ্দিনকে ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান।
এ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মুজগুন্নীর পার্কে এক গৃহবধূ ও তাঁর শিশুকে কৌশলে অপহরণ করে নিরালার একটি হোটেলে নিয়ে নির্যাতন করেন কনস্টেবল মিরাজ উদ্দিন।।
এ ব্যাপারে মামলা করার পর দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শেষে আজ ট্রাইব্যুনালে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিরালা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।