শোক সংবাদ
নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান সাঈদ মিয়ার ইন্তেকাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/03/photo-1446562064.jpg)
নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান সাঈদ মিয়া। ছবি : এনটিভি
নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান সাঈদ মিয়া (৮৬) গতকাল সোমবার রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাঈদ মিয়া চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
আজ বাদ জোহর জানাজা শেষে ঢাকার কেরানীগঞ্জের একটি গোরস্তানে সাঈদ মিয়ার লাশ দাফন করা হয়।
সাঈদ মিয়া নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান হিসেবে ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে নেত্রকোনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আজ কালো ব্যাজ ধারণ ও দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়সহ সব ওয়ার্ড কাউন্সিলর গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।