রোগীদের খবর নিতে গিয়ে সাংবাদিক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত

গতকাল বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে এক সাংবাদিকসহ ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আক্রান্তদের মধ্যে জাগো নিউজের রাজশাহী প্রতিনিধি ফেরদৌস সিদ্দিকী গত কয়েকদিন হাসপাতালে ডেঙ্গু রোগীদের খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অন্য রোগীর ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হলেও ফেরদৌস সিদ্দিকী রাজশাহীতেই আক্রান্ত হন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার ৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী জানান, গত ২৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংবাদ সংগ্রহের জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এর পর থেকেই তাঁর শরীরে জ্বর জ্বর ভাব ছিল। সহকর্মীদের কথায় গত রোববার তিনি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক দেখান। চিকিৎসক রক্তের পরীক্ষা করতে দিলেও তাতে ডেঙ্গু ধরা পড়েনি। তবে তাঁর ডেঙ্গুর লক্ষণ আছে বলে কিছু ওধুষ খেতে ও বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।
ফেরদৌস সিদ্দিকী বলেন, কিন্তু দুইদিন ধরে তাঁর প্রচণ্ড জ্বর হচ্ছে এবং শরীরে ব্যথা, দুর্বল ও শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল বুধবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডেঙ্গু শনাক্তে রক্তের আরবিএস, সিবিএস ও এনএসওয়ান পরীক্ষা দেন। পরে রক্ত পরীক্ষা করে দেখা গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
এদিকে, বুধবার রাত ৯টার দিকে হাসপাতালে গিয়ে সাংবাদিক ফেরদৌস সিদ্দিকীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক।