নলছিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে আজ সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি
‘সৃজনশীল বাংলাদেশ’ গড়ার আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নেবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জমাদ্দার, উম্মে হাবিবা উষি প্রমুখ।