ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের মহিশালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক ও তাঁর সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।
নিহতরা হলেন উপজেলার মহিশালবাড়ী গ্রামের নিজাম হোসেনের ছেলে দুলাল হোসেন (১৮) ও একই এলাকার মুজিবুর শেখের ছেলে ডলার শেখ (২৮)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেলটি।
সংঘর্ষের পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক দুলাল ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে রামেক হাসপাতালে নেওয়ার পথে ডলারের মৃত্যু হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।