যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ৫
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে ফুটানিবাজার ঘাট থেকে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই নৌকায় অন্তত ২৮ যাত্রী ছিলেন। গতকাল দিবাগত রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
ওসি মইনুল ইসলাম আরো জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল দিবাগত রাত ১টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। আজ বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু করেন।
এরই মধ্যে স্থানীয়রা আরো সাতজনকে উদ্ধার করেন। তবে নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন। তাঁদের উদ্ধারের জন্য অভিযান চলছে।