ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে, ব্যবস্থা নেওয়া হয়েছে : মাশরাফি

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। রোগীদের পাশাপাশি হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।
পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় মাশরাফি বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে। এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর আগে হাসপাতাল ঘুরে দেখেন মাশরাফি। ওই সভায় সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি বিন মুর্তজা সদর হাসপাতাল পরিদর্শনের সময় ডেঙ্গু ও অন্য রোগীদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি জরুরিভাবে শিশু ওয়ার্ড ও হাসপাতালের বিকল যন্ত্রপাতি সচল করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মাশরাফি বলেন, ‘বিলের কথা চিন্তা করতে হবে না, তার কথা পরে ভাবা যাবে। মেশিনগুলো আগে ঠিক করতে হবে; জীবন বাঁচানো আগে।’
ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের উন্নয়নের জন্য কী কী করণীয়, এর পরিষ্কার পরিছন্নতা ও জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সি, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শাকুর, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবুসহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।