হাতকড়াসহ পালাল আসামি

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজত থেকে অস্ত্র মামলার আসামি ইলিয়াস মৃধা আজ বুধবার সন্ধ্যায় হাতকড়াসহ পালিয়েছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অস্ত্র মামলার আসামি অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস মৃধাকে আজ সন্ধ্যায় থানার পিকআপে করে যশোর আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় বেনাপোলের কাগজপুকুর এলাকায় পিকআপটি দুর্ঘটনায় পড়লে কৌশলে ইলিয়াস মৃধা পালিয়ে যান। পুলিশ তাঁকে আটকের জন্য বিভিন্ন স্থানে চিরুনি অভিযান চালাচ্ছে।
পুলিশের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার রাতে বেনাপোলের বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র কেনাবেচার সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ ইলিয়াসকে আটক করে। ইলিয়াসের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়।