ঢাকায় জ্বর, মোংলায় পরীক্ষা করে মিলল ডেঙ্গু

বাগেরহাটের মোংলায় এই প্রথম ডেঙ্গু আক্রান্ত এক রোগীকে পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্ত এ রোগীর নাম মো. ইয়ামিন (১৬)। সে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ গ্রামের বাবুল শেখের ছেলে। ঢাকা থেকে মোংলায় আসার পর গতকাল শুক্রবার পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের আধুনিক প্যাথলজিতে পরীক্ষার পর ইয়ামিনের ডেঙ্গু শনাক্ত হয়। ইয়ামিন ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মোংলায় তার বাড়িতে আসে।
ডা. জীবিতেষ আরো বলেন, ‘ভয়ের কিছু নেই, ডেঙ্গু আক্রান্ত ইয়ামিনের শরীরের রক্তের প্লাটিলেটের পরিমাণ ভালো। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও মোংলায় এই প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।’
এদিকে মোংলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তের খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।