টেন্ডার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামে সিআরবি এলাকায় রেলওয়ের টেন্ডার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রায় ৫ শতাধিক পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এ অভিযান চালায়। এ সময় বিভিন্ন বস্তিতে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, এ ছাড়া আজ সকালে সিআরবি এলাকায় অভিযান চালিয়ে অমিত মুহুরীসহ ১১ জনকে আটক করে পুলিশ। গতকাল বুধবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল আরো ৫০ জনকে।
গত রোববার সিআরবি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছয়জন গুলিবিদ্ধ হয়।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকার টেন্ডার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক শিশুসহ দুজন।