ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/06/photo-1446796862.jpg)
গরিব রোগীদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায়। আজ শুক্রবার সকালে কলেজপাড়ার স্থানীয়দের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসক তৌকির আলম সরকারের নেতৃত্বে পাঁচজন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। এতে দুই শতাধিক গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান খান। যুব উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ এম এম জামান।