মাগুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ যুবলীগ নেতা আটক

মাগুরা বাসমালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সদস্য মীর আবু সাঈদকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, খুন, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কাঁচাবাজার এলাকা থেকে শীর্ষস্থানীয় সন্ত্রাসী মীর আবু সাঈদকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন অনুযায়ী শীর্ষ সন্ত্রাসী তিনি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলার মধ্যে কয়েকটি মামলা শেষ হয়েছে।
তবে সাঈদ মীরের ঘনিষ্ঠজনদের দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। কী মামলায় তাঁকে আটক করা হয়েছে সে ব্যাপারে কিছুই জানায়নি পুলিশ।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, মীর আবু সাঈদ জেলা যুবলীগের কমিটির সদস্য ছিলেন। কমিটির কাউন্সিলকে ঘিরে একসময় তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন। পরে আর ওই কাউন্সিল হয়নি।