খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হওয়ার পর খালেদা জিয়া বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দুপুরে টঙ্গীর বনমালা ও তালুটিয়া এলাকায় রেল লাইনের ওপর স্থাপিত মনুষ্যবিহীন দুটি লেভেল ক্রসিংয়ের ফ্লাশিং লাইট ও ওয়ার্নিং বেল স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মন্ত্রী। ওই সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মুজিবুল হক বলেন, খালেদা জিয়া বিদেশি হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছেন; গুপ্তহত্যার ইন্ধন দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তাঁর সঙ্গে যাঁরা রাজনীতি করেন, তাঁরা জামায়াত-শিবির, স্বাধীনতাবিরোধী। তাঁদের তিনি (খালেদা জিয়া) উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, ফ্লাসিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তির উদ্ভাবক আমিরুজ্জামান তুহিন প্রমুখ।
মনুষ্যবিহীন লেভেল ক্রসিংয়ের ১০০ মিটারের মধ্যে রেলগাড়ি এলে স্বয়ংক্রিয়ভাবে ফ্লাসিং লাইট জ্বলবে এবং ওয়ার্নিং বেল বেজে উঠবে। এতে লেভেল ক্রসিং ব্যবহারকারীরা সাবধান হতে পারবে।