কুড়িগ্রামে যুগল নাট্যসন্ধ্যা

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে পৌর মিলনায়তনে প্রদর্শিত মঞ্চনাটকের একটি দৃশ্য। ছবি : এনটিভি
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিত নাট্য মঞ্চায়নের অংশ হিসেবে ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র দুটি নাটক মঞ্চায়ন করে।
স্থানীয় পৌর মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় যুগল এ নাট্যসন্ধ্যার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, প্রবীণ শিল্পী বাদল আহমেদ, প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাবেক সভাপতি দুলাল বোস, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের সভাপতি খোরশেদুল আলম প্রমুখ।
রওশন জান্নাত রুশনীর রচনায় দেবাশীষ ঘোষের নির্দেশনায় বীরাঙ্গনার বয়ান ও মমতাজ উদ্দিন আহমেদের রচনায় খোরশেদুল আলমের নির্দেশনায় জামিনীর শেষ সংলাপ নাটক মঞ্চস্থ হয়। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করে।