নীলফামারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নাজিমুল (৩০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডাঙ্গাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত নাজিমুল উপজেলার ভেগডাবুড়ি ইউনিয়নের চকিদারপাড়ার হযরত আলীর ছেলে।
এ ব্যাপারে বিজিবি-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার ভোরের দিকে নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভারতের বনগ্রাম অংশে ১২ থেকে ১৪ জন বাংলাদেশি ব্যবসায়ী গরু আনতে যান। ভারতের মানিকগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা টের পেয়ে তাঁদের তাড়া করে। তাড়া খেয়ে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের ৭৭৯ নম্বর পিলারের কাছে অবস্থান নেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নাজিমুল নামে ওই গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাঁকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।