রাজশাহীতে নারীকে ‘শ্লীলতাহানি’র অভিযোগে পুলিশকে গণপিটুনি

রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় এক নারীকে ‘শ্লীলতাহানি’র অভিযোগে এক পুলিশ সদস্যকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, গণপিটুনির শিকার ওই পুলিশ সদস্যের নাম সাব্বির হোসেন। তিনি রাজশাহীর পবা থানায় কনস্টেবল পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী খান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এক নারী ঘোরাফেরা করছিলেন। এ সময় কনস্টেবল সাব্বির হোসেন তাঁর শরীরে হাত দেন। এরপর ওই নারী চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়ে সাব্বিরকে ধরে বেদম পেটাতে শুরু করে।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাঁকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সাব্বিরকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই বলেন, এ ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।