পাল্টা হাত কেটে উত্ত্যক্তের প্রতিবাদ

নীলফামারীতে বখাটে এক স্কুলছাত্রের উত্ত্যক্তে বিরক্ত হয়ে এক স্কুলছাত্রী ব্লেড দিয়ে নিজের হাতের তালু ক্ষতবিক্ষত করে। পরে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র (১৫) দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। মেয়েটি সাড়া না দেওয়ায় প্রায়ই তাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত ছাত্রটি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্র মেয়েটির সামনে গিয়ে আবারও প্রেমের প্রস্তাব দিয়ে আলতোভাবে নিজের হাতে ব্লেড চালাতে থাকে। এতে মেয়েটি বিরক্ত হয়ে ব্লেড কেড়ে নিয়ে নিজের হাতের তালু কেটে ক্ষত-বিক্ষত করে। এরপর ছাত্রী বিদ্যালয়ে ফিরে গিয়ে চক দিয়ে বিদ্যালয়ের ব্ল্যাকবোর্ডে লেখে, ‘চেহারা সুন্দর হলে ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে।’
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হতবাক হয়ে যায়। পরে মেয়েটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এনটিভি অনলাইনকে জানান, রক্তাক্ত করার খবর জানা মাত্রই মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার হাতের তালুতে ১৪টি সেলাই দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগে থেকেই উত্ত্যক্ত হওয়ার বিষয়টি ছাত্রীর পরিবার জানালে পুলিশ ওই ছাত্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করতে পারত। আজ ব্লেড দিয়ে জখম হওয়ার ঘটনায় মেয়েটির পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।