নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও সরকার দলীয়দের বাধা

নোয়াখালীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাড়িতে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার মুক্তিসহ সব রাজবন্দির মুক্তি দাবি করা হয়।
এর আগে পূর্ব নির্ধারিত এ কর্মসূচি নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি হায়দর বিএসসির সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, ফিরোজ আলম মতিন, মাহবুব আলমগীর আলো, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ হিরন, শহর বিএনপির সভাপতি আবু নাসের, পৌর সাধারণ সম্পাদক জাফর উল্লাহ রাশেল, সদর উপজেলা সাধারণ সম্পাদক ভিপি জসিম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সভাপতি মজ্ঞুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আলম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহেমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাসান নোমান প্রমুখ।