উজিরপুরে পিকআপ-মাইক্রো সংঘর্ষে দুই ভাই নিহত

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, বরিশাল থেকে সুপারিবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে এবং ঢাকা থেকে সংবাদপত্রবাহী মাইক্রোবাস বরিশালের দিকে যাচ্ছিল। পথে ইচলাদিতে এ দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি জানান, নিহত দুই ভাই হলেন ইসমাইল হাওলাদার (৬০) ও আবুল হাওলাদার (৪০)। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত চারজন মাইক্রোবাস ও পিকআপের চালক ও সহকারী। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।