পৌরসভা ও ইউপি নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আজ সোমবার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ছবি : এনটিভি
আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে অংশ নেবে ইসলামী আন্দোলন। আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এ ঘোষণা দেন। তিনি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দিতে প্রস্ততি নিতে বলেন নেতা-কর্মীদের।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের হেফাজতের জন্য। তাই আমরা মানুষের হেফাজতে রাজনীতি করি। মানুষের কল্যাণে কাজ করি।’
ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য দেন মুফতি দেলোয়ার হোসেন সাকী, মুফতি মোস্তফা কামাল, আব্দুল করিম, খন্দকার ওয়াহিদুজ্জামান, ফজলুর রহমান প্রমুখ।
এ প্রতিনিধি সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।