রাস্তার পাশে সিমেন্টের ব্যাগে মিলল নবজাতকের লাশ

বাগেরহাটের মোংলায় পলিথিন ও সিমেন্টের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পৌরশহরের ১ নম্বর জেটির ঠাকুরানী খালসংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকায় নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোংলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুধাংশু হালদার বলেন, খবর পেয়ে ঠাকুরানী খালসংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে পলিথিন ও সিমেন্টের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ব্যাগের ছেঁড়া জায়গা দিয়ে শিশুটির একটি হাত বাইরে বের হয়ে ছিল।’
স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ রোড দিয়ে বিশেষ করে ইপিজেডের নারী শ্রমিকরাই সকাল-সন্ধ্যা বেশি যাতায়াত করেন। এ ছাড়া এত ভোরে ওই শ্রমিকরা ছাড়া কেউই মেরিন ড্রাইভে যান না। তাই ধারণা করা হচ্ছে, ভোরে যাওয়ার সময় তাদের মধ্য থেকেই কেউ ব্যাগে বাচ্চাটি ফেলে রেখে যেতে পারেন।