আশুগঞ্জে প্রাণিসম্পদ ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/09/photo-1447083599.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার সকালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রাণিসম্পদ ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, প্রকল্প পরিচালক মো. আরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বজলুর রশিদ, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ রেহেনা বেগম, উপাধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকার প্রমুখ।
প্রকল্প পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ‘আজ থেকে আশুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে। ১০ মাসের মধ্যে এর কাজ শেষ করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে বুঝিয়ে দিতে হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণকাজ শেষ করতে পারব।’
সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, আশুগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে এখানে কৃত্রিম প্রজনন কেন্দ্র, পশু পালনের জন্য প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে এখানকার খামারি ও ব্যক্তিগতভাবে পশু লালন-পালনকারীরা। এতে আশুগঞ্জের পশু লালন-পালনে অনেকে এগিয়ে আসবে, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।