জি এম কাদেরের সঙ্গে থাকবে খুলনা জাতীয় পার্টি

জাতীয় পার্টির (জাপা) খুলনা মহানগর ও জেলা কমিটির সবাই জি এম কাদেরকে দলীয় চেয়ারম্যান মেনেছেন। তাঁর সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে তাঁরা। খুলনার ডাকবাংলো এলাকার দলীয় কার্যালয়ে আজ রোববার সকালে সংবাদ সম্মেলন করে নেতারা একাত্মতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলমসহ অঙ্গ সংগঠনের নেতারা।
আব্দুল গাফফার বিশ্বাস বলেন, ‘একটি চক্র জাতীয় পার্টিকে খণ্ড খণ্ড ও ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ জি এম কাদেরকেই চেয়ারম্যান নিযুক্ত করে গেছেন।
এদিকে, দলের নেতৃত্ব নিয়ে তুমুল দ্বন্দ্বের মধ্যে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী, গোলাম মোহাম্মদ (জি এম) কাদের পার্টির চেয়ারম্যান আর রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।
আজ বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ রাঙ্গা এসব সিদ্ধান্তের কথা বলেন। এ সময় তিনি আরো জানান, এ ছাড়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান ও মহাসচিব।