জামালপুরে পাটচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন
বিজেএমসির কাছ থেকে ৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের পাটচাষি ও ব্যবসায়ীরা। আজ সোমবার সকালে শহরের তমালতলা মোড়ে পাটচাষি ও জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পাট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইকরামুল হক নবীন, রঞ্জন কুমার সিংহ, আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিজেএমসির কাছে তিন বছর ধরে পাট ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। সারা দেশের কয়েক হাজার পাট ব্যবসায়ীর ৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এতে ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে। সময়মতো ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় ঋণ খেলাপির মামলা হচ্ছে। অনেকেই জমি, বাড়ি সব বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু বকেয়া টাকা পরিশোধে বিজেএমসির কোনো পদক্ষেপ নেই। অন্যদিকে পাট কেনা-বেচা বন্ধ থাকায় কৃষকরা পাট উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। এই অবস্থা চলতে থাকলে সোনালি আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকারের নেওয়া সব উদ্যোগ ব্যর্থ হবে।
মানববন্ধন শেষে পাটচাষি ও পাট ব্যবসায়ীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।