ফের সড়ক অবরোধ করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাঁশ ফেলে তারা সড়কটি আটকে দেন।
এর আগে গতকাল রোববার রাতে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং নর্থ সিটি অবরোধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এছাড়া শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।
গতকাল শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সময় বেঁধে দিয়ে একটা কলেজকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলা যৌক্তিক না। আমরা এখন থেকে আর এভাবে সময় বেঁধে দেওয়া, দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না।’