নাশকতা প্রতিরোধে মেহেরপুরে বিএনপি নেতাসহ ৫৬ জন আটক

নাশকতা প্রতিরোধে মেহেরপুরে ৫৬ জন আটক। ছবি : এনটিভি
নাশকতা প্রতিরোধে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেনসহ ৫৬ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে জেলার মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
urgentPhoto
আটক ব্যক্তিদের মধ্যে সদর থানা থেকে ২৬ জন, মুজিবনগর থানা থেকে ১৭ ও গাংনী থানা থেকে ১৩ বিএনপি-জামায়াতকর্মীকে আটক করা হয়।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, নাশকতা প্রতিরোধের অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জেলার তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামায়াত-বিএনপির ৫৬ নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে পূর্বের নাশকতা মামলার কয়েকজন আসামি রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।