আরো তিন মামলায় শওকত মাহমুদের জামিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447138551.jpg)
রাজধানীতে নাশকতার আরো তিনটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে এসব মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার রমনা, রামপুরা ও খিলগাঁও থানায় দায়ের করা তিনটি মামলায় তাঁকে জামিন দেওয়া হয়। এর আগে গত ৫ নভেম্বর একই বেঞ্চ তাঁকে মতিঝিল থানার আরো দুটি মামলায় আদালত জামিন দেন।
এ নিয়ে সর্বমোট আটটি মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে জামিন দেওয়া হলো। তাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রানা মাসুদ।
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।