আশুগঞ্জে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ১৫ জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
urgentPhoto
আটক ব্যক্তিদের মধ্যে আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফাইজুর রহমান, উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াত নেতা আবদুস সালাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ মুহছেন্না রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহরিয়ার আল মামুন বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলায় অভিযান চালিয়েছে। এতে ১৫ জনকে আটক করা হয়। কঠোর নিরাপত্তাব্যবস্থায় আজ ভোর ৫টার দিকে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।