নেত্রকোনায় ট্রেনে কাটাপড়ে নারী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447165315.jpg)
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটি নামক স্থানে রেললাইনে লোকজনের ভিড়। আজ সকালে সেখানে ট্রেনে কাটাপড়ে এক নারীর মৃত্যু হয়। ছবি : এনটিভি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বরুহাটি নামক স্থানে ট্রেনে কাটাপড়ে সারুমা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারুমা আক্তার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের খুরশেদ আলমের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা স্টেশনের দিকে আসছিল। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে বারহাট্টার বরুহাটি এলাকায় আসামাত্র সারুমা রেল লাইন পার হতে গেলে ট্রেনে কাটাপড়েন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।