মাগুরায় চারটি অস্ত্রের লাইসেন্স বাতিল

মাগুরায় আওয়ামী লীগ, যুবলীগ ও যুবদল সদস্যের চারটি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান এই লাইসেন্স বাতিল করেন।
জেলা প্রশাসক মাগুরা শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শেখ শামীমের একটি শর্টগান, বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়ের একটি দোনালা বন্দুক ও একটি পিস্তল এবং শহরতলীর পারলা গ্রামের বাসিন্দা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রিপুর একটি শর্টগানসহ চারটি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।
এঁদের মধ্যে শেখ শামীম ও তপন কুমার রায়ের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানিয়েছেন।
ওসি জানান, জনস্বার্থে হুমকির বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে এ চারটি অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করেন জেলা প্রশাসক। এ সংক্রান্ত নির্দেশ তিনি পেয়েছেন।