ট্রাফিক পুলিশকে পেটালেন উপজেলা ভাইস চেয়ারম্যান!

ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের চালককে ছেড়ে দিতে বললে তা না শোনায় নড়াইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। আহত পুলিশ কর্মকর্তা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালক এক তরুণকে আটক করে ট্রাফিক পুলিশ। কাগজপত্রহীন গাড়িটি ছেড়ে দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রথমে ট্রাফিক পুলিশকে ফোনে অনুরোধ করেন।
তারপরও পুলিশ গাড়িটি ছাড়তে অপারগতা প্রকাশ করলে তুফান দলবল নিয়ে এসে ট্রাফিক পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান আহত হন। সদর হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে রাত ১০টায় শহরের চৌরাস্তা এলাকা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তুফান ও অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন এসব তথ্য জানান।