ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে সদস্যদের মানববন্ধন

আজ মঙ্গলবার নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা কার্যকর ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেন ইউপি সদস্যরা। ছবি : এনটিভি
অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের সদস্যরা অনাস্থা জ্ঞাপন করেছেন। আলাউদ্দীন চৌধুরী নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য।
অনাস্থা কার্যকর ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যরা। আজ মঙ্গলবার নড়াগাতি থানার সামনে বড়দিয়া-নড়াগাতি সড়কে অনাস্থা প্রস্তাবকারী ইউপি সদস্যরা এ মানববন্ধন করেন।
ইউপি সদস্যদের পাশাপাশি মানববন্ধনে এলাকাবাসীও উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য মাসুদ রানা, লস্কর ফিরোজ আহম্মেদ, শাহীন চৌধুরী, মোশারফ হোসেন প্রমুখ।
গত রোববার দুপুরে ইউপি সদস্যরা অনাস্থা জ্ঞাপনের আবেদনপত্র জেলা প্রশাসক ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দিয়েছেন।