সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আশুগঞ্জে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার গোলচত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মুন্সি, সুশাসনের জন্য নাগনিক (সুজন) সভাপতি হাজি মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবর রহমান প্রমুখ।
এ সময় আশুগঞ্জে কর্মরত সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।