চট্টগ্রামে দুই মাস ধরে অচল আদালত

১৯৮৯ সালে তৎকালীন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি হরতালের দিন আদালত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ২৬ বছর আগে নেওয়া এ সিদ্ধান্তের কারণে দুই মাস ধরে চলতে থাকা টানা অবরোধ ও হরতালে বন্ধ আছে চট্টগ্রাম আদালতের কার্যক্রম। আজ রোববার দুই বিচারক এজলাসে বসলেও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের বাধার মুখে বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম।
হরতালে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম আদালতের কার্যক্রম। এ নিয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ রকম পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমান ও জেলা জজ নুরুল হুদা কার্যক্রম শুরু করতে আজ সকাল ১০টায় এজলাসে বসেন। এর কিছুক্ষণ পরই বিএনপি- জামায়াত সমর্থিত আইনজীবীরা এজলাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। আইনজীবীরা আদালতের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়ে আন্দোলনের হুমকি দেন। এর পরই দুই বিচারক নিজেদের এজলাস থেকে চলে যান। আবারও বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম।
আইনজীবীরা আদালতে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হায়দার মো. সোলেমান বলেন, ‘যত দিন হরতাল চলবে, তত দিন আদালতের কার্যক্রম বন্ধ রাখা হবে।’
এদিকে ২৬ বছর আগের এ সিদ্ধান্তের কারণে টানা অচলাবস্থার কারণে উদ্বিগ্ন চট্টগ্রামের বহু আইনজীবী। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতি আগামী ৩ মার্চ প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদকসহ বর্তমান কমিটি একটি জরুরি সভার আয়োজন করেছে।