জীবনের নিরাপত্তা চেয়ে সিলেটে ৫৬ সাংবাদিকের জিডি

সিলেটে এক সাংবাদিককে সাদা পোশাকে গ্রেপ্তারের পর জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৫৬ জন সাংবাদিক। আজ রোববার দুপুরে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের ব্যানারে সিলেট কোতোয়ালি থানায় এ জিডি করেন তাঁরা।
গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে অস্ত্রধারী সাদা পোশাকে একদল লোক ইমজার সাবেক সভাপতি ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে কারা তাঁকে তুলে নিয়েছে এ বিষয়টি নিশ্চিত হতে সিলেটের টেলিভিশনের সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করে কোনো তথ্য পাননি। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ জানায়, বুলবুলকে একটি মামলার আসামি হিসেবে কানাইঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
পরিচয় না দিয়ে সাদা পোশাকে গ্রেপ্তার করার বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সিলেটের একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এ প্রক্রিয়ায় ধরে নিয়ে যাওয়ায় উদ্বিগ্ন টেলিভিশন সাংবাদিকরা।
এ ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়া সাংবাদিকরা ভবিষ্যৎ নিরাপত্তা চেয়ে আজ থানায় জিডি করেন।