পুলিশের বাধায় সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির মহাসমাবেশ হচ্ছে না

এখনো বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশের অনুমতি মিলেনি। তাই সব প্রস্তুতি চূড়ান্ত করার পরও পুলিশের আপত্তিতে সিলেট রেজিস্ট্রি মাঠে হচ্ছে না বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। আজ সোমবার রাতে মহাসমাবেশস্থলে নির্মিত মঞ্চ সরিয়ে নেওয়া হয়। খুলে ফেলা হয় ব্যানারও।
বিএনপির দাবি, পুলিশ অন্যায়ভাবে সমাবেশের মঞ্চ-ব্যানার খুলে নিয়েছে। তবে পুলিশের দাবি, খোলা মাঠে সমাবেশ করতে অনুমতির প্রয়োজন হলেও বিএনপি কোনো অনুমতি নেয়নি। তাই রেজিস্ট্রি মাঠ থেকে তাদের মঞ্চসহ সমাবেশের সব সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা।
মহাসমাবেশ উপলক্ষে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করারও সুযোগ মিলছে না। তবে পুলিশ সহযোগিতা না করলেও মহাসমাবেশ হবে বলেও সে সময় জানিয়েছিলেন নেতারা।
সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা সমাবেশ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে রেখেছিলাম। কিন্তু রাতে পুলিশ এসে আমাদের স্টেজ ব্যানার সব খুলে নেয়।
নাসিম হোসাইন বলেন, প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা জানিয়েছে, খোলা জায়গায় আমরা সমাবেশ করতে পারব না।
অন্য কোথাও সমাবেশ করা হবে কি না এ ব্যাপারে নাসিম বলেন, আমরা সবাই বসে এ সিদ্ধান্ত নেব।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বিএনপি সমাবেশ করার জন্য অনুমতি নেয়নি। তাই রেজিস্ট্রি মাঠ থেকে তাদের মঞ্চসহ সব সরঞ্জাম সরিয়ে নিতে বলেছি। তারা নিজেরাই এগুলো সরিয়ে নিয়েছে।