খুলনা মেডিকেলে ডেঙ্গুতে যশোরের একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা। ছবি : এনটিভি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে আবদুর রউফ (৩৫) নামের একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। রউফের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় রউফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
খুলনায় এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।