‘অনেক নাটকের’ পর সিলেটের রেজিস্টারি মাঠেই বিএনপির সমাবেশ

অনেক নাটকের পর সিলেটের রেজিস্টারি মাঠেই বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই মধ্যে নেতাকর্মীরা জমায়েত হয়েছে।
এর আগে সোমবার সকালে সমাবেশের জন্য ৫০ ফুটের জন্য মঞ্চ তৈরির কাজ শুরু করা হলেও বিকেলে পুলিশের আপত্তিতে তা ১০ ফুটে নামিয়ে আনা হয়। এরপর রাতেই পুলিশের পক্ষ থেকে ‘মঞ্চ খুলে’ নেওয়ার অভিযোগ করেন বিএনপির নেতারা। এতে রেজিস্টারি মাঠে মহাসমাবেশ নিয়ে শঙ্কা দেখা দেয়।
কিন্তু আজ দুপুরে জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, সমাবেশের অনুমতির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছেছেন।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া অন্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন।