সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে রেজিস্ট্রি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
এ ছাড়া উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন আহমদ মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে বিভাগের চার জেলা-উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
এই সমাবেশকে সফল করতে কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা চালান দলটির নেতারা।