ডেঙ্গুতে খুলনায় গৃহবধূর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি : এনটিভি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিহত গৃহবধূর নাম লাভলী আক্তার (৩০)। তিনি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত লাভলী আক্তারকে গতকাল সন্ধ্যায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যু হয় তাঁর।
খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটল।