টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ওই দুই ব্যক্তি ইয়াবা পাচারকারী ছিলেন। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের বুড়া সিকদারপাড়া এলাকার দিল আহমদ (১৮) ও দুস্ত মোহাম্মদ (১৮)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খানের ভাষ্যমতে, আজ ভোরে জালিয়াপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিল হ্নীলা বিওপির টহল দল। এ সময় একটি নৌকায় করে চার ব্যক্তিকে জালিয়াপাড়ার দিকে যেতে দেখেন তাঁরা। সন্দেহ হলে নৌকাটিকে তীরে আসার জন্য সংকেত দেয় বিজিবি। সংকেত পেয়ে নৌকা থেকে চারজনের মধ্যে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে ১০ থেকে ১২ মিনিট গুলিবিনিময় হয়।
পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিজিবি। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বিজিবির দাবি, এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও দাবি বিজিবির।