ক্যাসিনোর টাকার ভাগ রাঘববোয়ালের কাছে গেলেও ছাড় নেই

চলমান ক্যাসিনোবিরোধী আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘আপনি আচরি ধর্ম পরকে শেখাও। নিজেরা আগে নিজেদের পরিচয়ে, আওয়ামী লীগের পরিচয়ে যাঁরা অপকর্ম করছে, যাঁরা দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করছে এবং এ অপকর্মের জন্য যাঁরা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে সেইসব লোকদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে।’
আজ শুক্রবার সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এসব ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে। এতে শুধু চুনোপুঁটি নয়, রাঘববোয়ালরা যদি জাড়িত থাকে, শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য দলেরও যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে সে ব্যাপারে অনুসন্ধান চলছে।’
অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুলিশের বা প্রশাসনের হোক, অন্যান্য দলের হোক বা আওয়ামী লীগের হোক, এখানে কাউকে ছাড় দেওয়ার বিষয় নয়। অপরাধীরা যেই অপকর্মের সঙ্গে জড়িত তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন কাউকে ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকের ব্যাপারে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে সমানভাবে দেখতে হবে।’
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।